‘বাংলাদেশের অগ্রগতি বিএনপির গাত্রদাহের কারণ’
বাংলাদেশের অগ্রগতি বিএনপির গাত্রদাহের কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় আসীন হয়েছে, যা বিএনপির চোখে ধরা পড়ে না। কারণ, তাদের দৃষ্টি অতদূর পর্যন্ত পৌঁছায় না।”
তিনি আরও বলেন, “ধারাবাহিকভাবে শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় বাংলাদেশ একের পর এক মাইলফলক অর্জন করেছে। বৈশ্বিক সংকটেও অগ্রগতির ধারা বজায় থাকায় বিশ্বসভায় বাংলাদেশ প্রশংসিত হয়েছে।”
সেতুমন্ত্রী বলেন, “এমনকি বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যেতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শেখ হাসিনার নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা বলেছে। বিশ্বব্যাংকও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে।”
তিনি আরও বলেন, “বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের এই অগ্রগতিই বিএনপির গাত্রদাহের কারণ। কেননা তাদের সময়ে বাংলাদেশকে চরম ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হতে হয়েছিল। আর শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে অনন্য উচ্চতায় পৌঁছেছে।”
বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, “সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে অগণতান্ত্রিক কোনো অপশক্তির কাছে ক্ষমতা হস্তান্তর এ দেশের জনগণ মেনে নেবে না।”