আন্তর্জাতিক
১১ হাজার অভিবাসীকে ফেরত পাঠাল কুয়েত
আইন লঙ্ঘনের দায়ে চার মাসে ১১ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কয়েক মাস ধরে দেশটিতে অবৈধ অভিবাসী এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে দেশটির সরকার।
এর মধ্যেই এত সংখ্যক অভিবাসীকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়ার কথা জানাল কুয়েত সরকার। কুয়েতে আবাসন এবং কর্মসংস্থান আইন লঙ্ঘনের কারণে ধরপাকড় চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ১ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ১১ হাজার অভিবাসীকে দেশে পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিদিন গড়ে ৯২ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে। তবে এসব অভিবাসীর মধ্যে কোন দেশের কতজন নাগরিক, তা জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: দ্য গাল্ফ নিউজ