আন্তর্জাতিক

সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা

সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা উদযাপন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান দপ্তর। ১ মে এ তথ্য জানিয়েছে রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াহ।

সূর্য ও চাঁদের গতিবিধির হিসাবে বিশ্বজুড়ে দুই ধরনের বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার প্রচলিত— সৌর বর্ষপঞ্জি ও চান্দ্র বর্ষপঞ্জী। সৌদির বর্ষপঞ্জি চান্দ্রভিত্তিক। মানে, চাঁদের গতিবিধির ওপর নির্ভর করে দিন-মাস ও বছরের হিসাব করা হয় সৌদি বা আরবি বর্ষপঞ্জিতে।

১ মে সৌদির জ্যোতির্বিজ্ঞান দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি হিসাব করে জানা গেছে, ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ উদয়ের জোর সম্ভাবনা রয়েছে। আরবি চান্দ্র বর্ষপঞ্জির এই শেষ মাসের দশম দিনে উদযাপন করা হয় ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ বা ঈদুল আজহা।

চাঁদের গতিবিধি অনুযায়ী, সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যদি ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ঈদ হবে একদিন পর, ২৯ জুন।

ইসলাম ধর্মের চতুর্থ স্থম্ভ হজের কারণে আরবি বর্ষপঞ্জিতে জিলহজ তাৎপর্যপূর্ণ একটি মাস। এ মাসেই হজ করেন সামর্থ্যবান মুসলিমরা। ঈদুল আজহার দুদিন আগে শুরু হয় হজ, শেষ হয় পশু কোরবানির মধ্য দিয়ে।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button