রাজনীতি

বিএনপির সঙ্গে একমত গণফোরাম ও পিপলস পার্টি

সরকারবিরোধী যুগপৎ আন্দোলন জোরদার করতে বিএনপির সঙ্গে একমত পোষণ করেছে গণফোরাম (মন্টু) ও পিপলস পার্টি। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে নেতারা আন্দোলনের কর্মকৌশলের বিষয়ে আলোচনা করেন। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “চলমান যুগপৎ আন্দোলনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। দেশের মানুষের মুক্তির আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য কী কী কর্মসূচি হতে পারে, আন্দোলনের গতিপ্রকৃতি কী হতে পারে, তা নিয়ে আলোচনা করেছি।”

তিনি আরও বলেন, “মুক্তিকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে। আন্দোলনের প্রয়োজনীয় কর্মসূচি দরকার। তা নিয়ে আমরা আলোচনা করেছি। সেভাবে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। যুগপৎ আন্দোলনে দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছে। বিজয় না আসা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।”

গণফোরাম একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, “চলমান আন্দোলন জোরদার করার জন্য বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছি। এই আলোচনা ফলোপ্রসু হয়েছে। জনগনকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা সফল হবোই।”

বৈঠকে গণফোরামের পক্ষে মোস্তফা মোহসীন মন্টু ছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের। পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button