আন্তর্জাতিক

ভারতীয় ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই

ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ রণজিৎ গুহ আর নেই। আজ শনিবার ভোরে অস্ট্রিয়ার ভিয়েনাতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রণজিৎ গুহের পরিবারের বরাত দিয়ে ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “রণজিৎ গুহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। নানা রোগ ও বয়সের জটিলতায় আক্রান্ত হয়ে ভিয়েনার স্থানীয় সময় রাত ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।”

রণজিৎ গুহের ১৯২৩ সালে ২৩ মে বরিশালের বাখরগঞ্জের সিদ্ধকাটি গ্রামে জন্মগ্রহণ করেন। দেশভাগের সময় পারিবারিকভাবে কলকাতায় চলে যান।

১৯৫৯ সালে রণজিৎ গুহ ভারত থেকে ইংল্যান্ডে পাড়ি জমান এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে রিডার পদে যোগ দেন। সর্বশেষ তিনি অস্ট্রিয়ার ভিয়েনাতে বসবাস করতেন। অস্ট্রিয়ার ভিয়েনা উডসের বাসভবনে স্ত্রী মেখঠিল্ড এবং পরিচর্যাকারীরা শেষ সময়ে তার পাশে ছিলেন।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button