নাশকতার মামলায় আবারও জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় করা ২০১৮ সালে নাশকতার অভিযোগে আরেক মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া এ মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানির জন্য ৭ মে দিন ধার্য করেছেন আদালত।
এনিয়ে তৃতীয় বারের মত মিয়া গোলাম পরোয়ারকে জামিন নিয়ে বের হওয়ার পূর্বমুহুর্তে গ্রেফতার দেখানো হলো। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে পল্টন থানার এই মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মতিঝিল ডিবি পুলিশের উপপরিদর্শক ফরমান আলী।
শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং ছাড়া রিমান্ড শুনানির জন্য ৭ মে ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম।
এর আগে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে একাধিকবার রিমান্ডে নেয়া হয়। সেই মামলায় কারাগারে আটক আছেন তিনি।
জামায়াত নেতাদের অভিযোগ, সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার সকল মামলায় জামিন প্রাপ্ত হয়ে যখন মুক্তির প্রতীক্ষায় ঠিক সেই সময় ঈদুল ফিতরের আগে ২০১৮ সালের একটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। এতে সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার বারবার লংঘন করা হচ্ছে।