আন্তর্জাতিক

‘ঋষিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছেন তার স্ত্রী’

অক্ষতা মূর্তি তার স্বামীকে ঋষি সুনাককে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছেন বলে মন্তব্য করেছেন অক্ষতার মা সুধা মূর্তি। এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে।

ইন্সটাগ্রাম পোস্টের ভিডিওতে সুধা বলছেন, “আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি এবং আমার মেয়ে তার স্বামীকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বানিয়েছে।”

সুধা মূর্তি আরও বলেন, “দেখুন কিভাবে একজন স্ত্রী স্বামীকে বদলে দিতে পারেন। কিন্তু আমি আমার স্বামীকে বদলাতে পারিনি। আমি আমার স্বামীকে ব্যবসায়ী বানিয়েছি এবং আমার মেয়ে তার স্বামীকে একজন প্রধানমন্ত্রী বানিয়েছে।”

২০০৯ সালে ঋষি সুনাকের সঙ্গে অক্ষতা মূর্তি বিয়ে হয়। এর পরের বছরগুলোতে ব্রিটেনের রাজনীতিতে দ্রুত উত্থান ঘটে ঋষির। অক্ষতা কিভাবে ঋষির জীবনে প্রভাব ফেলেছেন, সে সম্পর্কেও ভিডিওতে কথা বলেছেন সুধা মূর্তি। তিনি বলেন, “প্রতি বৃহস্পতিবার মূর্তি পরিবার উপবাস রাখে।”

অক্ষতা মূর্তি তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্র ও ভারতে, যেখানে তার বাবা দেশের অন্যতম বড় একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। ২০১৫ সালে ৩৫ বছর বয়সে প্রথমবার পার্লামেন্ট সদস্য হন সুনাক। এর সাত বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সূত্র: এনডিটিভি ও বিবিসি

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button