আন্তর্জাতিক
সৌদি আরবে বিরল শিলাবৃষ্টি, বাসিন্দাদের উচ্ছ্বাস

সৌদি আররেব কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এ সময় শীতল আবহাওয়ায় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে তাদের অভিজ্ঞতা ভিডিও করতে শুরু করে।
স্টর্ম সেন্টারের পোস্ট করা একটি ভিডিওতে একজন বাসিন্দাকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়, যিনি এক পর্যায়ে বরফের কয়েকটি টুকরা হাতে তুলে নেন।
এরপর তিনি বরফের টুকরাগুলো ক্যামেরায় দেখান। পরে তিনি ক্যামেরা ঘুরিয়ে আরেক বাসিন্দাকে দেখান যার হাতও বরফে ভরা ছিল।
স্টর্ম সেন্টারের ভিডিওতে দেখা যায়, স্থানীয় যুবক ফাহদ মুহাম্মদ প্রবাহিত কাদাপানি মধ্য দিয়ে হেঁটে পড়ে থাকা বরফের টুকরাগুলোর কাছে গিয়ে কিছু বরফের টুকরা হাতে তুলে নেন।
পরে তিনি ক্যামেরার সামনে এসে হাতে থাকা বরফের টুকরাগুলো দেখান। এ সময় তাকে বেশ খুশি দেখাচ্ছিল। সূত্র: খালিজ টাইমস