নারীদের রেস্তরাঁয় প্রবেশ নিষিদ্ধ করল তালেবান সরকার
আফগানিস্তানের হেরাত প্রদেশে খোলা বাগানের রেস্তোরাঁয় পরিবার ও নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছে।
আফগান কর্মকর্তারা বলছেন, নারীদের হিজাব না পরে আসা ও নারী-পুরুষের মেলামেশার কারণে এ বিধিনিষেধ এসেছে। এসব জায়গায় ধর্মীয় নেতারা নারী-পুরুষের মেলামেশা নিয়ে অভিযোগ করার পর সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
ধর্মীয় নেতারা অভিযোগ করে বলেন, নারীরা হিজাব না পরে ধর্মীয় অনুশাসন মানছে না। ফলে রেস্তরাঁগুলোতে নারী-পুরুষ একসঙ্গে মিলেমিশে যাচ্ছে। এই লিঙ্গের সংমিশ্রণ কাম্য নয়।
২০২১ সালের আগস্টে তারা ক্ষমতা নেওয়ার পর থেকে তালেবানরা নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে। সেগুলোর মধ্যে এটি সর্বশেষ।
তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা কেবলমাত্র পার্ক ও খোলামেলা রেস্তরাঁগুলোর জন্য প্রযোজ্য। যেখানে পুরুষ ও নারী একে অপরের সঙ্গে দেখা করতে পারে। তবে এ নিষেধাজ্ঞা কেবল হেরাত প্রদেশে খোল বাগানহ রেস্তোরাঁগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
যেসব রেস্তরাঁ খোলামেলা জায়গায় বা রেস্তরাঁকে ঘিরে রয়েছে সবুজ গাছ ও বাগান, সেখানে নারীরা প্রবেশ করতে পারবে না। শুধু পুরুষেরা ব্যবহার করতে পারবে। তবে তার পরিবার বা কোনো নারীকে সেখানে নিয়ে যেতে পারবে না।
দেশের অন্যান্য রেস্তরাঁ ও পার্কগুলোর ওপরেও নজর রাখছে তালেবান। নারী ও পুরুষের বেশি মেলামেশা করলে সেখানেও নিষেধাজ্ঞা জারি করা হবে।
হেরাতে নৈতিকতা বিষয়ক বিভাগের প্রধান আজিজুর রহমান আল মুহাজির বলেন, “এসব জায়গা আসলে পার্ক কিন্তু রেস্তোরাঁ নাম দেওয়া হয়েছে। সেখানে নারী ও পুরুষ উভয়ই যাচ্ছে। তাই এগুলোর নাম সংশোধন করা হয়েছে। নারী ও পুরুষ একসঙ্গে যান এমন পার্কগুলো পর্যবেক্ষণ করেছেন আমাদের নিরীক্ষকেরা।” সূত্র: ফক্স নিউজ