বাংলাদেশ
তাপমাত্রা আরও বাড়তে পারে
কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের ৯০ শতাংশ এলাকাজুড়ে বয়ে যাওয়া দাবদাহ আরও সাত দিন ধরে চলতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, “দাবদাহ অব্যাহত থাকবে আরও সাত দিন। এই সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে।”
তিনি আরও বলেন, “এর আগের বছর এই সময়ে তাপমাত্রা ৪১ ডিগ্রি হয়েছিল। এবারও তাপমাত্রা এমন হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলেও তা চলতি মাসের ২০ তারিখের পর।”
চুয়াডাঙ্গা জেলায় আট দিন ধরে বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি দাবদাহ।
অতিরিক্ত তাপমাত্রায় হাঁসফাঁস করছে চুয়াডাঙ্গাবাসী। স্বস্তিতে নেই পশু-পাখিও। কাঠফাটা গরমে যেন নাভিশ্বাস উঠেছে জনজীবন।