বান্দরবানের রোয়াংছড়িতে গোলাগুলিতে নিহত ৮
বান্দরবানের রোয়াংছড়িতে দুই গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রোয়াংছড়ির খামতাংপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার সকালে রোয়াংছড়ির খামতাংপাড়া এলাকা থেকে আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। জীবন বাঁচাতে ওই এলাকার বেশির ভাগ বাসিন্দা রুমা ও রোয়াংছড়ি উপজেলায় আশ্রয় নিয়েছে।
বান্দরবান পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, “রেয়াংছড়ি খামতাংপাড়া এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পাশে সেনা পোশাক পরিহিত আটজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাদের বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “কে বা কারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে, তা জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এছাড়া পাহাড়ের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশি নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।”
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) তাদের ফেসবুক পেজে জানিয়েছে, নিহতরা সকলে খামতাংপাড়ার বাসিন্দা ও কেএনএফ’র সক্রিয় সদস্য। তাদের নাম: ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম ও লাল ঠা জার বম।
রুমা উপজেলার পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ হ্লাং মং মার্মা বলেন, “খামতাংপাড়া রোয়াংছড়ি উপজেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এরপর ওই এলাকার বেশির ভাগ মানুষ ঘর ছেড়েছে।”
তিনি আরও বলেন, “এরইমধ্যে রুমা উপজেলা সদরের বম কমিউনিটি সেন্টারে ৪০ নারী ও শিশু আশ্রয় নিয়েছে। তাদের নামের তালিকা করা হচ্ছে। আরও আসছে বলে শুনেছি। তাদের খাবারসহ আনুষঙ্গিক বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হচ্ছে। আরও ১৮৩ নারী-পুরুষ আশ্রয় নিয়েছে রোয়াংছড়ি সদরে।”