আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে রাঁচির সিভিল কোর্ট আদালত।
জানা গেছে, ঝাড়খণ্ডের চলচ্চিত্র প্রযোজক অজয় কুমার চেক বাউন্স, প্রতারণা ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন আমিশা ও তার পার্টনারের বিরুদ্ধে।
কোর্ট সমন পাঠানোর পরও শুনানিতে হাজির হননি আমিশা। এমনকি তার কোনো আইনজীবীও উপস্থিত হননি। যার ফলে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ১৫ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
অজয় কুমার বলেন, “২০১৩ সালে আমিশা প্যাটেল ও তার পার্টনার আমার কাছ থেকে ২ কোটি ৫০ লাখ রুপি নেন। নিয়েছেন। কাজ শেষে টাকা ফেরত দিতে চেয়েছিল। এরপর ২০১৮ সালে আমাকে দুটি চেক প্রদান করেন। একটি ২ কোটি রুপির অন্যটি ৫০ লাখ রুপির। কিন্তু দুটি চেকই বাউন্স করে।”
এবারই প্রথম নয়, এর আগেও ইউটিএফ টেলিফিল্মস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমিশা ৩২ কোটি ২৫ লাখ রুপি ধার নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। আমিশা অভিযোগকারী প্রতিষ্ঠানকে দুটি চেক দেন। কিন্তু চেকগুলো ব্যাংকে জমা দেয়া হলে দুটি চেকই বাউন্স করে।