বাংলাদেশ

ঈদের আগে অস্থায়ীভাবে খোলা হবে বঙ্গবাজার

ঈদের আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার সকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

সালমান এফ রহমান বলেন, “ঈদের আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেয়া হবে। কয়েক দিনের মধ্যে দোকান মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।”

তিনি আরও বলেন, “এই জায়গা পরিষ্কার করে দিলে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে বসেও যদি ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেটিই ভালো। পুরোটা রিকভার করা যাবে না। দ্রুত এই পোড়াস্তূপ পরিষ্কার করে তাদের বসার ব্যবস্থা করে দেয়া হবে।”

সালমান এফ রহমান বলেন, “কিন্তু এখানে কিছু আইনের ব্যাপার আছে। তাই আইনি প্রক্রিয়া শেষ করার আগে এই জায়গা পরিষ্কার করা যাচ্ছে না। আমি এই বিষয়ে ফায়ার সার্ভিসের ডিজি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলবো। আশা করছি, কয়েকদিনের মধ্যে এটি পরিষ্কার হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “আমরা মালিক সমিতিকে দুটি তালিকা করতে বলেছি। একটি ক্ষতিগ্রস্ত মালিকদের এবং আরেকটি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। রোববারের মধ্যে এই তালিকা হয়ে যাবে। কাকে আমরা ক্ষতিপূরণ দেব, কতটুকু সাহায্য করবো, এটা জানার জন্য এই তালিকা প্রয়োজন।”

সালমান এফ রহমান বলেন, “অনেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে চাইছেন। এজন্য আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতিকে বলেছি, ক্ষতিগ্রস্ত মার্কেটের মালিক সমিতির সঙ্গে যৌথ ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে। অ্যাকাউন্ট করা হলে সেটির নম্বর আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করে দেব। পাশাপাশি নগদ ও বিকাশ নম্বরও করে দেয়া হবে। যাতে সহায়তাকারী সেসব নম্বর ও অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন।”

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে কথা বলেন। তারা তাদের বিভিন্ন দাবির বিষয় উপস্থাপন করেন।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button