বাংলাভিশন ১৮ বর্ষ, স্যাটেলাইট টিভি অডিয়েন্সের শুভেচ্ছা
দেশের অন্যতম প্রধান স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন ১৮ বর্ষে পদার্পন করেছে। এ উপলক্ষে চ্যানেলটির প্রধান কার্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন দেশের বিশিষ্ট নাগরিকবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাভিশনের উত্তরোত্তর সফলতা কামনা করে ফুলেল শুভেচ্ছা জানান স্টাফ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জনমত২৪.কমের সম্পাদক ফারুকুল ইসলাম, ডেইলি ইন্ডাস্ট্রির স্পেশাল করোস্পন্ডেন্ট আল ইহসান, প্রচার সম্পাদক রেদওয়ানুল ইসলাম মেহরাব এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক মমিনুল ইসলাম।
ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ এবং প্রেস ইনিস্টিউট অব বাংলাদেশ (পিআইবি) সাবেক মহাপরিচালক ড,আবদুল হাই সিদ্দিক এবং বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ।
উল্লেখ্য, ‘দৃষ্টি জুড়ে দেশ’ শ্লোগানকে শুধু স্ক্রিনে না রেখে সংবাদের বস্তুনিষ্ঠতা, টকশোর জনপ্রিয়তা ও নিরেপক্ষতা এবং মানসম্মত বিনোদন দর্শকদের উপহার দিয়ে ১৮ বছরে পদার্পণ করলো জনপ্রিয় টিভি চ্যানেল বাংলাভিশন।
স্যাটেলাইট টিভি অডিয়েন্স ফোরাম (স্টাফ) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাভিশনের শুভ জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান জনমত২৪.কমের সম্পাদক ফারুকুল ইসলাম।
পাশাপাশি চ্যানেলটির সকল কলাকুশলী, চ্যানেল কর্তৃপক্ষ, বিজ্ঞাপনদাতা ও কর্মরত সকল সংবাদকর্মীকে অভিন্দন জানান ফারুকুল ইসলাম। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, প্রত্যেক কর্মী নিজ নিজ অবস্থান থেকে চ্যালেনটিকে এগিয়ে নিয়ে যাবেন।