আন্তর্জাতিক
নকল ওষুধ: ভারতে ১৮ কোম্পানির লাইসেন্স বাতিল
নকল ওষুধ তৈরির অভিযোগে ভারতে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়েছে। ২০টি রাজ্যের ৭৬টি প্রতিষ্ঠানে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) ঝটিকা অভিযান চলানোর পর এসব কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়।
এর পাশাপাশি হিমাচল প্রদেশে ৭০টি, উত্তরাখণ্ডে ৪৫টি এবং মধ্যপ্রদেশে ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, উজবেকিস্তানে ভারতে তৈরি দুটি কাশি ও সর্দির সিরাপ সেবনের পর শিশুমৃত্যুর খবরের পর নড়েচড়ে বসেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। এরপর ভারতে ওষুধ তৈরির প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালানো হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস