বাংলাদেশ

‘প্রচলিত জীবন দিয়ে সামনের দিন চলবে না’

প্রচলিত জীবন দিয়ে সামনের দিন চলবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রসুলপুর এলাকায় ধনু নদে ছোট-বড় প্রায় সব ধরনের যানবাহন বহনযোগ্য ‘ফেরি’ চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির টেলিযোগাযোগমন্ত্রী বলেন, “প্রচলিত জীবন দিয়ে সামনের দিন চলবে না। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট প্রযুক্তিনির্ভর। প্রযুক্তির জগতে টিকতে হলে সবাইকে স্মার্ট মানুষ হতে হবে।”

নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আয়োজনে নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বানী জব্বার, উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা প্রমুখ।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button