‘প্রচলিত জীবন দিয়ে সামনের দিন চলবে না’
প্রচলিত জীবন দিয়ে সামনের দিন চলবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার রসুলপুর এলাকায় ধনু নদে ছোট-বড় প্রায় সব ধরনের যানবাহন বহনযোগ্য ‘ফেরি’ চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির টেলিযোগাযোগমন্ত্রী বলেন, “প্রচলিত জীবন দিয়ে সামনের দিন চলবে না। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট প্রযুক্তিনির্ভর। প্রযুক্তির জগতে টিকতে হলে সবাইকে স্মার্ট মানুষ হতে হবে।”
নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আয়োজনে নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বানী জব্বার, উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা প্রমুখ।