বিনোদন

‘প্রধানমন্ত্রী ছাড়া ক্ষমতাধরদের কেউ শাস্তি দিতে পারবেন না’

চিত্রনায়িকা মাহিয়া মাহী ও তার স্বামী রকিব সরকারের বিরুদ্ধে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

এ বিষয়ে মাহি বলেন, “আমাদের নামে দুটি মামলা হয়েছে। তারা আমাদের নামে মামলা করতে পারে করুক, আমাদের গ্রেপ্তার করতে পারে, করুক। কিন্তু আমি মনে করি, প্রধানমন্ত্রী ছাড়া এসব ক্ষমতাধরদের কেউ শাস্তি দিতে পারবেন না।”

তিনি আরও বলেন, “পুলিশ আমাদের শোরুম এখনই দখলে নিয়েছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে সবই জানাবো।”

উল্লেখ্য, শুক্রবার রাতে গাজীপুরের বাসন থানার এসআই রোকন মিয়া বাদী হয়ে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে এ মামলা করেন। এছাড়া জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে আরও একটি মামলা করেন স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button