ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড মালাবি, নিহত ১০০
আফ্রিকার দেশ মালাবিতে ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে শ’খানেক মানুষ মারা গেছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে এই ঘূর্ণিঝড় আঘাত হানে।
দেশটির দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক কমিশনার চার্লস কালেম্বা বলেন, “ঘূর্ণিঝড়ে ব্লানটায়ার শহরে সবচেয়ে বেশি ৮৫ জন মারা গেছে। এ শহরে ১৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে।”
তিনি আরও বলেন, “উদ্ধার প্রচেষ্টা কঠিন হয়ে গেছে। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমরা এখন ভূমিধস, আকস্মিক বন্যা এবং পাহাড় বেয়ে পাথর গড়িয়ে পড়ার মতো অসুবিধার সম্মুখীন হচ্ছি।”
চার্লস কালেম্বা বলেন, “দেশের দক্ষিণাঞ্চলে দুর্যোগময় অবস্থা ঘোষণা করেছে সরকার। ঘূণিঝড়ে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা।”
এর আগে সোমবার মালাবি পুলিশের মুখপাত্র পিটার কালায়া বলেন, “ঝড়ের কারণে রাস্তাঘাট প্লাবিত হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলে ব্ল্যাকআউট শুরু হয়েছে।”
দেশটির শিক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ১০টি জেলায় বুধবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। সূত্র: সিএনএন