বিনোদন

‘তেরে নাম’ ছবির পরিচালক সতীশ কৌশিক আর নেই

দর্শকনন্দিত ছবি ‘তেরে নাম’ এর পরিচালক ও বিশিষ্ট অভিনেতা সতীশ কৌশিক আর নেই। আজ বৃহস্পতিবার ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। অভিনেতা অনুপম খের টুইট করে এ তথ্য জানিয়েছেন।

টুইটে অনুপম খের লেখেন, “জানি, মৃত্যুই এই পৃথিবীর চিরন্তন সত্য! কিন্তু আমি আমার স্বপ্নেও কখনও ভাবিনি যে, আমার প্রিয় বন্ধুর সম্পর্কে এই কথা লিখতে হবে। আমাদের ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল! তোমায় ছাড়া জীবন আগের মতো থাকবে না সতীশ!”

জানা গেছে, ৭ মার্চ জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার আয়োজিত হোলির উৎসবে গিয়ে সতীশ হঠাৎ অসুস্থ বোধ করেন। সেখান থেকে তাকে চিকিৎসার জন্য দিল্লি হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।

সতীশ কৌশিকের মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও। তার পরবর্তী ছবি ‘ইমার্জেন্সি’তে উপ-প্রধানমন্ত্রী জগজীবন রামের চরিত্রে অভিনয় করেছেন তিনি।

১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরোঁ কা রাজা’ ছবির হাত ধরে যাত্রা শুরু পরিচালক সতীশ কৌশিকের। পরে ‘হাম আপকে দিল মে রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কেহনা হ্যায়’র মতো ছবি পরিচালনা করেন তিনি। সালমান খানের ‘তেরে নাম’ ছবির হাত ধরে পরিচিতি বাড়ে পরিচালক সতীশ কৌশিকের।

১৯৬৫ সালের ১৩ এপ্রিল হরিয়ানায় জন্মগ্রহণ করেন সতীশ কৌশিক। বলিউডে আত্মপ্রকাশের আগে তিনি থিয়েটারে অভিনয় করতেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো: মিস্টার ইন্ডিয়া (১৯৮৭), দিওয়ানা মাস্তানা (১৯৯৭), রাম লাখন (১৯৯০), সাজন চলে সসুরাল (১৯৯৭), রূপ কি রানি, চোরো কা রাজা, তেরে নাম প্রভৃতি।

তিনি একাধিক ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন কৌতুক চরিত্রে অভিনয়ের জন্য। অভিনয়ের পাশাপাশি তিনি স্ক্রিনরাইটার, পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন। তার পরিবারে স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button