বাংলাদেশ

বৈশ্বিক বিপর্যয় অবকাঠামো উন্নয়নে বড় চ্যালেঞ্জ: পররাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক বিপর্যয় অবকাঠামো উন্নয়নে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুর ও পরিবেশ কৌশল বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত বৈশ্বিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক বিপর্যয় আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”

তিনি আরও বলেন, “বর্তমানে চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আমাদের এমন ইঞ্জিনিয়ার প্রয়োজন, যারা প্রাকৃতিক দুর্যোগ রোধ ও টেকসই উন্নয়নে অবদান রাখতে পারবে। যা দেশের অবকাঠামোগত উন্নয়ন ডিজাইন ও স্থাপনা নির্মাণ করতে ভূমিকা রাখবে।”

ড. একে আবদুল মোমেন বলেন, “দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ শাহজালাল বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ দেশের চাহিদার আলোকে দক্ষ ও কর্মঠ ইঞ্জিনিয়ার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

তিনি আরও বলেন, “এ বিভাগের গ্রাজুয়েটরা বাংলাদেশের মেগা প্রকল্পসহ বৈশ্বিক উন্নয়নে দক্ষতার পরিচয় দিচ্ছে। শুনেছি, এই বিভাগ এক্সিড-২০২৩ নামক একটি ন্যাশনাল প্রতিযোগিতার আয়োজন করেছে। আশা করি, তরুণদের দক্ষতা বৃদ্ধিতে তা ভূমিকা রাখবে।”

উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইমেরিটাস অধ্যাপক ড. শামীম জেড. বোসুনিয়া।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button