‘চুরি বন্ধ করলে বিদ্যুতের দাম কমানো সম্ভব’
চুরি বন্ধ করলে বিদ্যুতের দাম কমানো সম্ভব হবে বলে মন্তব্য করেছে ১২ দলীয় জোট। মঙ্গলবার জোটের শীর্ষ নেতৃবৃন্দ বিবৃতিতে এ মন্তব্য করেন।
এক মাসের ব্যবধানে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা এ বিবৃতি দেন। তারা সরকারকে অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিদাতারা হলেন: জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোট মহাসচিব মাওলানা আবদুল করিম ও বাংলাদেশ ইসলামিক পার্টি মহাসচিব আবুল কাশেম।
বিবৃতিতে বলা হয়, অপ্রয়োজনীয় বিদ্যুৎকেন্দ্রের পেছনে বছরে ১০ হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বাবদ ব্যয় ও সিস্টেম লসের নামে বছরে ২ হাজার কোটি টাকা মূল্যের বিদ্যুৎ চুরি বন্ধ করলে বিদ্যুতের দাম অনেক কমানো সম্ভব।
বিবৃতিতে আরও বলা হয়, অর্থনৈতিকভাবে দেউলিয়া এই অবৈধ সরকার আইএমএফের ঋণের শর্তের বেড়াজালে জনগণের ভোগান্তির কথা চিন্তা না করে এক মাসের ব্যবধানে আবারও খুচরা পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে।