বাংলাদেশ

বিএনপির ভোট বর্জন, ভোটগ্রহণ চলছে

ঢাকা বার সমিতি

ঢাকা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি গঠনের দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিন ভোটগ্রহণে জালিয়াতির অভিযোগে ভোট বর্জন করেছে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল। তবে নীল প্যানেল ভোট বর্জন করলেও দ্বিতীয় দিনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে।

ভোট বর্জনের বিষয়ে বিএনপি দলীয় আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বলেন, “প্রথম দিনের ভোটগ্রহণে অনেক অনিয়ম ও জালিয়াতি হয়েছে। কাস্টিং ভোট থেকে ১ হাজার ৫টি ভোট বেশি দেখানো হয়েছে। আমরা রাতে নির্বাচন কমিশনের সঙ্গে বসেছিলাম। তাদের অভিযোগ জানিয়ে ভোটগ্রহণ স্থগিত করতে বলি। কিন্তু কমিশন কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা রাতেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।”

এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, “সারাদিন তারা বলেছে, ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। রাতে এসে বলেন, অনিয়ম হয়েছে। আমরা বলেছি, দ্বিতীয় দিনের ভোট হয়ে যাক এরপর অভিযোগের বিষয় খতিয়ে দেখব। ভোট বর্জনের বিষয়ে অলিখিত কোনো অভিযোগ পাইনি। মুখে মুখে শুনেছি তারা ভোট বর্জন করেছেন। আমি আহ্বান করব তারা ভোটে আংশ গ্রহণ করুক।”

এর আগে এদিন সকাল ৯টা থেকে মাঝে ১ ঘণ্টা মধ্যবিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জানানো হয়, সেখানে ৫ হাজার ২৮টি ভোট পড়েছে। বৃহস্পতিবারও একইভাবে ভোট গ্রহণ হওয়ার পর ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে।

এশিয়ার বৃহত্তম এ বার সমিতিতে প্রায় ২৭ হাজার ৯৩৫ জন আইনজীবী সদস্য রয়েছেন। যার মধ্যে এ নির্বাচনে প্রায় ১৯ হাজার ৬২৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন। আর এ নিবাচনে সিনিয়র অ্যাডভোকেট ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন। যার অধীনে ১০ জন কমিশনার এবং ১০০ জন সদস্য সূষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছেন।

এ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল এবং আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সাদা প্যানেল তাদের প্রার্থীতা ঘোষণা করেছে। নির্বাচনে নীল প্যানেলের সভাপতি প্রার্থী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী গতবারের পরাজিত প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম।

নীল প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী মো. আব্দুর রাজ্জাক (জামায়াত), সহ-সভাপতি পদে গতবারের পরাজিত প্রার্থী মো. সাহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে দুবারের পরাজিত প্রার্থী আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহ সাধারণ সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী মো. জহিরুল হাসান মুকুল, সহ-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মাদ নজরুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক পদে মোস. নারগিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদে গতবারের পরাজিত প্রার্থী নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ মোবারক হোসেন ও সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা।

নীল দলের সদস্য পদে আলী মোরতুজা, গতবারের পরাজিত প্রার্থী মো. মাহফুজুর রহমান ইলিয়াস, মো. আনোয়ার হোসেন চাদ, মো. আসিফ, সোহেল উদ্দিন রানা, মুক্তা বেগম, মো. আইয়ুব আলী, মোহাম্মাদ আলী বাবু, মোজাম্মেল হক, রেজাউল হক রিয়াজ ও রুবিনা আক্তার রুবা। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া জোবায়ের।

সাদা প্যানেলের অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে রুমানা জামান রিতু, সহ-সভাপতি পদে শ্রী প্রাণনাথ, ট্রেজারার পদে বিবি ফাতেমা, সিনিয়র সহ- সাধারণ সম্পাদক পদে ফাহিম শরিফ, সহ-সাধারণ সম্পাদক পদে মাহবুব হোসেন জয়, লাইব্রেরি সম্পাদক পদে রেজাউল হক মিয়া রিপন, সাংস্কৃতিক সম্পাদক পদে শিখা ইসলাম, অফিস সম্পাদক পদে মো. গোলাম কিবরিয়া সুমন, ক্রীড়া সম্পাদক পদে এসএম মিজানুর রহমান ও সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল হাসনাত জিহাদ।

সদস্য পদে গাজী ইমরুল, জহির উদ্দিন, আসিফুল ইসলাম মুরাদ, মো. আসলাম হোসেন, মো. কামাল হোসেন, তানজির হোসেন রবিন, মোসা. ইসমত আরা শারমিন রিতু, নাসির হোসেন, গতবারের পরাজিত প্রার্থী সঞ্জয় কুমার কর্মকার, গতবারের পরাজিত প্রার্থী সারমিন সুলতানা টুম্পা ও ইয়াছিন জাহান নিশান।

উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭টি পদে জয় পেয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল দুটি সম্পাদকীয় পদসহ ছয়টি পদে জয়লাভ করেছে।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button