রাজনীতি

ছয় বছর পর ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি যুবদলের

ছয় বছর পর নতুন-পুরাতন মিলিয়ে ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন যুবদলের এই কমিটি অনুমোদন করেন।

জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির তালিকা বুধবার সংবাদ বিজ্ঞপ্তি আকারে গণমাধ্যমে পাঠানো হয়।

এর আগে ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি গঠন করা হয়। তখন পাঁচ সদস্যের ওই কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয় বিএনপির হাইকমান্ড।

তিন বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ১১৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

গত বছরের ২২ মে সুলতান সালাহউদ্দিন টুকুকে সভাপতি এবং আব্দুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে আট সদস্য যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর নয়মাস পর বুধবার পূর্ণতা কমিটি ঘোষণা করা হলো।

সুলতান সালাউদ্দিন টুকু আগের কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। সাধারণ সম্পাদক বিগত কমিটির সহ-সভাপতি ছিলেন। সিনিয়র সহ-সভাপতি পদে আনা হয়েছে মামুন হাসানকে, যিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। সহ-সভাপতি পদ দেওয়া হয়েছে নুরুল ইসলাম নয়নকে, যিনি আগের কমিটিতে সিনিয়র যুগ্ম সম্পাদক পদে ছিলেন।

সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে শফিকুল ইসলাম মিল্টনকে, ২ নম্বর যুগ্ম সম্পাদক করা হয়েছে গোলাম মওলা শাহীনকে। টুকু-মুন্না কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ইসাহাক সরকারকে, যিনি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। দপ্তর সম্পাদক করা হয়েছে কামরুজ্জামান দুলালকে (সহ-সভাপতির পদ মর্যাদা)।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button