ইউপি চেয়ারম্যানদের সঙ্গে তারেকের মতবিনিময় আজ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সমর্থনে সাবেক ও বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করবেন। প্রথম দিন আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় রংপুর বিভাগের ২৫৬ জন সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ পর্যন্ত ধারাবাহিকভাবে বিভাগওয়ারী এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, চূড়ান্ত আন্দোলনে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের যুক্ত করতে চান তারেক রহমান। এজন্য তাদের উজ্জীবিত ও ঐক্যবদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে একটি তালিকা করা হয়েছে ১৯৯১ সাল থেকে বিজয়ী দলের প্রতিনিধিদের। এ সংখ্যা প্রায় চার হাজারের বেশি।
বিএনপি ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বলেন, “১০ বিভাগের দলের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু হচ্ছে। প্রথমে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান ছিলেন এবং এখনো যারা আছেন তাদের সঙ্গে বৈঠক হবে। এরপর পৌরসভা মেয়র, উপজেলা চেয়ারম্যান ও সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গেও বৈঠক করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।”