সাবেক মন্ত্রী নাজমুল হুদা আর নেই
সাবেক তথ্য ও যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা রোববার রাতে ঢাকার পান্থপথে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল হুদা অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। শুক্রবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নাজমুল হুদা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তাকে তথ্যমন্ত্রী করা হয়। পরে ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তিন যোগাযোগমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলা হয়।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর নাজমুল হুদা সেই সরকারের সঙ্গে সম্পর্ক তৈরি করেন। একপর্যায়ে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন এবং বিএনপিও তাকে বহিষ্কার করে। পরে তিনি একাধিক রাজনৈতিক দল গঠন করেন।
সর্বশেষ তৃণমূল বিএনপি নামে একটি নতুন দল প্রতিষ্ঠা করেন তিনি। দলটি উচ্চ আদালতের নির্দেশে কয়েক দিন আগে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে।
নাজমুল হুদার জন্ম ঢাকার দোহারে। নিজ নির্বাচনী এলাকা থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। আইন পেশাতেও তার সুনাম ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল হুদার প্রথম জানাজা আজ সোমবার ধানমন্ডি ৭ নম্বর রোডে তার বাসভবনসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে। তার দাফন হবে ঢাকার দোহারে।