বায়ুদূষণে আজ ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণে আজ বৃহস্পতিবার দ্বিতীয় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। আজ সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২২০। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৪৫।
একিউআই স্কোরে আজ সকাল ৯টায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে আছে ভারতের দিল্লি (স্কোর ১৯০)। ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে আফগানিস্তানের কাবুল। পঞ্চম স্থানে আছে ইতালির মিলান।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল জাতির জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।