বাংলাদেশ
‘বিপজ্জনক’ বাতাস বইছে ঢাকায়
বায়ুদূষণে আজও বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে ঢাকা। আজ শনিবার সকালে এই মান বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।
৩৩৫ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার সবচেয়ে খারাপ স্থানে রয়েছে রাজধানী। এ তালিকায় ২৫১ স্কোর নিয়ে পরের স্থানে রয়েছে ভারতের দিল্লি।
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে আজ শনিবার সকাল ৯টায় এ তথ্য পাওয়া গেছে।
বাতাসের নিম্নমানের দিক থেকে আইকিউ এয়ারের তালিকায় বৃহস্পতি, শুক্রবারও শীর্ষে ছিল বাংলাদেশ। আগের দিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় শহরগুলোর মধ্যে দূষিত বাতাসে শীর্ষে ছিল ঢাকা।
এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৪ মিনিটে বাতাসের নিম্নমানে ১০০টি শহরের মধ্যে প্রথম অবস্থানে ছিল দেশের সবচেয়ে জনবহুল নগরী।
র্যাংকিংয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ভারতের মুম্বাই ও দিল্লি।