আকাশে ওড়া রহস্যময় বস্তু ভূপাতিত করল যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার দেশটির আলাস্কার আকাশে ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়া একটি রহস্যজনক বস্তু যুদ্ধবিমান পাঠিয়ে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, “মানববিহীন বস্তুটি ছোট গাড়ির আকারের সমান এবং বেসামরিক বিমান চলাচলের জন্য হুমকি তৈরি করেছে। অজ্ঞাত এই বস্তুটির উদ্দেশ্য এবং উৎস এখন পর্যন্ত জানা যায়নি।”
মার্কিন প্রশাসন নিশ্চিত করেছে, এরই মধ্যে সেটি যুদ্ধবিমান পাঠিয়ে সেটা ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ওড়ার এক সপ্তাহ পার হতে না হতেই এ ঘটনা ঘটল।
এর আগে হোয়াইট হাউস জানায়, শুক্রবার যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে আলাস্কার আকাশে ওই বস্তুকে উড়তে দেখা যায়। জন কিরবি জানান, ওই বস্তু ৪০ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল। সূত্র: বিবিসি