সিরিয়ায় লাখ লাখ শিশুর খাদ্য, আশ্রয়, গরম কাপড় প্রয়োজন
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে লাখ লাখ শিশুর জন্য জরুরিভিত্তিতে খাদ্য, আশ্রয় ও গরম কাপড় প্রয়োজন বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন। সোমবারের ভূমিকম্পে সেখানে বাড়িঘর, ভবন সব মাটির সঙ্গে মিশে গেছে।
বৃটেনভিত্তিক শিশুদের দাতব্য সংস্থাটি জানিয়েছে, তারা ওই এলাকায় জরুরি ভিত্তিতে রেশনিং করে খাবার এবং তাঁবু বিতরণ শুরু করেছে।
সেভ দ্য চিলড্রেন সিরিয়ার মিডিয়া, কমিউনিকেশন বিষয়ক পরিচালক ক্যাথ্রিন আচিলস বলেন, “উত্তরপশ্চিম সিরিয়াজুড়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যা বিশ্বে এখন পর্যন্ত আর দেখা যায়নি।”
তিনি আরও বলেন, “পরিবারের সদস্যদের থেকে শুরু করে বাড়িঘর, খাদ্য, পরিষ্কার পানি- সবই তারা হারিয়েছে। প্রতিটি শিশু এমন এক ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে।”
তিনি বলেন, “জাতিসংঘের পাঠানো প্রথম ট্রাকের চালান এরই মধ্যে তারা পেয়েছে। কিন্তু যে চাহিদা তার তুলনায় এটা সমুদ্রে একফোঁট পানি ফেলার মতো।”