বাংলাদেশ

সড়কের অবস্থা ছেঁড়া কাঁথার মতো: সেতুমন্ত্রী

সড়কের অবস্থা ছেঁড়া কাঁথার মতো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, “নবীনগর-চন্দ্রা চার লেন সড়ক এক বছর না যেতেই ছেঁড়া কাঁথার মতো জোড়াতালি অবস্থা। এই ফোর লেন দিয়ে কী হবে! এতে টাকার অপচয় হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক করার দুই বছর পরে সংস্কার করতে হচ্ছে। তাই কোয়ালিটির বিষয়ে প্রথমে নজর দিতে হবে। আমাদের রাস্তাগুলো রক্ষা করতে হবে।”

সেতুমন্ত্রী বলেন, “অনেক চেষ্টার সবুজ ফসল ঢাকা-সিলেট ছয় লেন। সিলেট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি। কিন্তু আমরা শুরু করতে পারিনি। এই সড়ক প্রথমেই চার লেন করা উচিত ছিল। সিলেটের মানুষ আজ সব থেকে বেশি খুশি হবে, কারণ ছয় লেনের কাজ হচ্ছে।”

ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়ার্ক প্যাকেজ-৩-এর চুক্তি স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্প ডিএস-৫-এর আওতায় সরাইল ইন্টারসেকশন থেকে বুধন্তী বাসস্ট্যান্ড পর্যন্ত কাজের চুক্তি স্বাক্ষর হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের ও সাসেক ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পের ডাব্লিউপি-০৩ প্যাকেজের লট নং ডিএস-০৬-এর নির্মাণকাজ যৌথ উদ্যোগে চীন ও বাংলাদেশের তিনটি কম্পানি বাস্তবায়ন করবে।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button