বাংলাদেশ
হজের নিবন্ধন শুরু আজ

চলতি বছরের হজের নিবন্ধন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রম শেষ হবে ২৩ ফেব্রুয়ারি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাচ্ছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।
তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং বাকি এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবে।
সরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ পড়বে ছয় লাখ ৭২ হাজার ৬১৮ টাকা।