আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় থামিয়ে দেব: ট্রাম্প

ক্ষমতায় থাকলে ২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতেন বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার টুইট বার্তায় তিনি একথা জানান।

টুইটে ট্রাম্প বলেন, “আমি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতাম, তাহলে রাশিয়া-ইউক্রেনের বিধ্বংসী যুদ্ধ শুরুই হতো না। এখনও যদি আমাকে প্রেসিডেন্ট পদে বসানো হয়, তাহলে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে।”

তিনি আরও বলেন, “আলাপ-আলোচনার মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে এই যুদ্ধ বন্ধ করে দেব। সাধারণ মানুষ যেভাবে প্রাণ হারাচ্ছে, তা মেনে নেওয়া যায় না।”

এই টুইটের পর ট্রাম্পের অনুগামীরাও দাবি তোলেন, একমাত্র ট্রাম্পই এই যুদ্ধ থামাতে পারেন। এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কড়া বার্তা দেন ট্রাম্প।

বাইডেনের উদ্দেশে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাঙ্ক দিচ্ছে। এরপর দরকার পড়লে পরমাণু অস্ত্র দেবে। সময় নষ্ট না করে এই বিধ্বংসী যুদ্ধ থামান। খুব সহজেই এই যুদ্ধ বন্ধ করা যেতে পারে।”

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে আক্রমণ করে রিপাবলিকান পার্টির সমর্থকরা। এ ঘটনার জেরে বেশ কিছুদিন নিষিদ্ধ থাকার পর নভেম্বরে টুইটার ও চলতি জানুয়ারিতে ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পেয়েছেন ট্রাম্প।

অ্যাকাউন্ট ফিরে পেতেই সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি বাড়িয়েছেন তিনি। আর বর্তমান মার্কিন সরকারের লাগাতার সমালোচনা করছেন।

উল্লেখ্য, রাশিয়ার পক্ষেও একাধিকবার দাবি করা হয়েছে, ইউক্রেনকে অস্ত্র সাহায্য করে যুক্তরাষ্ট্র আসলে যুদ্ধ দীর্ঘস্থায়ী করছে।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button