এবার ডেনমার্কে পোড়ানো হলো পবিত্র কোরআন

সুইডেনের পর এবার ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো হলো। স্থানীয় সময় শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে একটি মসজিদের সামনে ও দেশটির তুরস্কের দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।
সুইডেনে কট্টর ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বে মুসলিম দেশগুলোর প্রতিবাদের মধ্যেই এবার ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো হলো।
সুইডেন ও ডেনমার্কের দ্বৈত নাগরিক রাসমুস পালুদান কোপেনহেগেনে পবিত্র কোরআন পুড়িয়েছেন। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।
পালুদান ২১ জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ান। সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে এরই মধ্যে তুরস্ক সরকারের তোপের মুখে পড়েছেন তিনি।
গত বছরের এপ্রিলে পালুদান ঘোষণা দেন, পবিত্র রমজান মাসে তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পবিত্র কোরআন পোড়াবেন। তার এই ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। সেই ঘোষণা মোতাবেক তিনি প্রথমে সুইডেনে, এরপর ডেনমার্কে এ কাণ্ড ঘটালেন।
এদিকে বাংলাদেশ, সৌদি আরব, জর্ডান ও কুয়েতের মতো কয়েকটি মুসলিম দেশ সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে। সূত্র: আল জাজিরা