আন্তর্জাতিক

বারো হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

বারো হাজার কর্মী ছাঁটাই করা হবে বলে জানিয়েছে গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট। শুক্রবার অ্যালফাবেট প্রধান নির্বাহী সুন্দর পিচাই একথা জানান।

সুন্দর পিচাই বলেন, “আমরা প্রায় ১২ হাজার পদ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। অর্থনৈতিক বাস্তবতার প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর নিয়োগগুলো হয়েছিল যখন প্রতিষ্ঠানটির নাটকীয় প্রবৃদ্ধি হচ্ছিল।”

পিচাই আরও বলেন, “কোম্পানির প্রয়োজন ও আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সঙ্গে আমাদের লোকবল সামঞ্জস্যপূর্ণ কিনা, আমরা তা কঠোর পর্যালোচনা করেছি। আমরা যে পদগুলো বাদ দিচ্ছি তা সেই পর্যালোচনার ফলাফলকে প্রতিফলিত করে।”

সাম্প্রতিক মাসগুলোতে বড় ছাঁটাই দেখা গেছে গুগল ছাড়াও অন্যান্য টেক জায়ান্টগুলোতে। মাইক্রোসফট জানিয়েছে, তারা কর্মী সংখ্যা ১০ হাজার কমিয়ে দেবে। অ্যামাজন এই মাসের শুরুতে জানিয়েছিল, তারা ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে।

ফেসবুকের মালিক মেটা নভেম্বরে ঘোষণা করেছিল, তারা ১১ হাজার পদ কমাবে। টেসলা ও স্পেসএক্স এর সিইও ইলন মাস্ক গত বছরের শেষ দিকে টুইটারের মালিক হবার পর সেখানে ব্যাপক ছাঁটাই হয়েছে।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button