বাংলাদেশ

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চায় আট হাজার ছয়শো বাংলাদেশি

আট হাজার ছয়শো বাংলাদেশি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছে। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে ফ্রান্সের বিদেশি নাগরিকদের আশ্রয় প্রদান সম্পর্কিত দফতর (অফপ্রা)।

গত বছর ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে আফগানিস্তানের। তালিকায় দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে ১ লাখ ৩১ হাজার বিদেশি নাগরিক ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করেছে, যা আগের বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি।

গত বছর প্রথমবারের মতো রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছে ১ লাখ ১৪ হাজার ৭১০ জন। বাকিরা পুনরায় আবেদন করেছে।

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদনের সংখ্যা কমে এসেছিল। কিন্তু গত বছর দেশটিতে করোনা নিয়ন্ত্রণে আসায় আবারও বেড়েছে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা বিদেশি নাগরিকের সংখ্যা।

২০২১ সালের মতো এবারও রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করা সর্বোচ্চ বিদেশি নাগরিক আফগানরা। ১৭ হাজার আফগান গত বছর ফ্রান্সে প্রথমবারের মতো রাজনৈতিক আশ্রয় চেয়েছে। এই সংখ্যাটি আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ।

আট হাজার ছয়শো আবেদন নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশিরা। ২০২১ সালে ছয় হাজার দুশোটি আবেদন নিয়ে যৌথভাবে আইভরি কোস্টের সঙ্গে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। গত বছর বাংলাদেশিদের আশ্রয় আবেদন ও সুরক্ষা চাওয়ার হার বেড়েছে।

এছাড়া আট হাজার পাঁচশো আবেদন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে আছে তুরস্ক। চতুর্থ অবস্থানে জর্জিয়ানরা, তাদের সংখ্যা আট হাজার একশো। শীর্ষ আবেদনকারী দেশগুলোর মধ্যে একমাত্র আফ্রিকান দেশ হিসেবে স্থান পেয়েছে কঙ্গো। দেশটির নাগরিকেরা গত বছর ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন পাঁচ হাজার ৯০০টি।

জনমত ডেস্ক

নিউজ পোর্টাল, ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button