পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি মেদভেদেভের

পারমাণবিক যুদ্ধের হুঁশিয়াশি দিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে আজ বৃহস্পতিবার তিনি এ হুঁশিয়ারি দেন।
দিমিত্রি মেদভেদেভ বলেন, “ইউক্রেন যুদ্ধে পারমাণবিক শক্তির পরাজয়ে পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে।”
দিমিত্রি মেদভেদেভ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত। তিনি দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চার বছর দায়িত্বে ছিলেন। সেই সময় পুতিন রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
এর আগে পুতিনও পারমাণবিক হুমকি দিয়েছিলেন। গত বছর তিনি বলেছিলেন, “এটি কোনও ধাপ্পা নয়। যারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে, তাদের মনে রাখা উচিত, পরিস্থিতি বদলে যেতে পারে এবং তা তাদের দিকে মোড় নিতে পারে।”
উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত ১১ মাসের বেশি সময় ধরে চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।