বইছে মৃদু শৈত্যপ্রবাহ
কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দু’তিন দিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। সকাল থেকে ঘন কুয়াশা থাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, “আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬.২ ডিগ্রি।”
হাড় কাঁপানো শীতে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়ছে হালকা কুয়াশা। এতে বেড়ে গেছে শীতের মাত্রা।
এ অবস্থায় দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে তারা জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছে। অনেকে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, “কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। বুধবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.২ ডিগ্রি সেলসিয়াস।”