
শুধু হাত ধরে অনুনয় করাই যেন বাকি রেখেছেন উসমান খাজা।
প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি মাত্র ৫ রান দূরে। কয়েকটি বল খেলার সুযোগ পেলেই হয়তো ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা তুলে নিতে পারতেন। তার আগে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স যাতে ইনিংস ঘোষণা না করেন, সেই অনুরোধ করেছিলেন খাজা। চতুর্থ দিনের খেলা শুরুর আগে মুখে হাসি রেখেই বললেন, ‘আমি ওকে ডিনার অফার করেছি। বলেছি তোমার বাচ্চা-কাচ্চার দেখভাল করব। আগামী বছর তোমার যা যা দরকার, সবই করে দেব। তবু আমাকে সুযোগ দাও।’
কামিন্স খাজাকে সুযোগ দেননি। চতুর্থ দিনের অর্ধেক শেষ হতে চলেছে। ম্যাচে বাকি মাত্র দেড় দিন। একটা ফলের দিকে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে নামাতে হবে। নিজেরা এক ওভার ব্যাটিং করলে সেটিও হয়তো ফলের পথে বাধা হতে পারে! দলীয় স্বার্থকে প্রাধান্য দিতে তাই দ্বিতীয় দিন পর্যন্ত তোলা ৪ উইকেটে ৪৭৫ রানেই ইনিংস ঘোষণা করে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক। দলগত স্বার্থে জলাঞ্জলি হলো খাজার প্রথম ডাবলের স্বপ্ন!